প্রকাশিত: Sat, Dec 9, 2023 10:08 AM
আপডেট: Tue, Jan 27, 2026 12:21 PM

[১]ভৈরবে খিরা চাষে ফিরছে আর্থিক স্বচ্ছলতা, খরচের তিন গুণ লাভ

ইমন মাহমুদ, ভৈরব (কিশোরগঞ্জ): [২] আবহাওয়া অনুকূলে থাকায় এবং খিরার ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে উপজেলার রাজনগর গ্রামের কৃষকদের মুখে।  কম খরচে বেশি লাভ হওয়ায় গত বছর থেকে এ বছরে আবাদ বেড়েছে ।

[৩] কৃষক স্বপন মিয়া, সিদ্দিক মিয়া ও কাজল মিয়াসহ আরো অনেকে জানান, এক বিঘা জমিতে খিরা চাষ করতে ১১ হাজার টাকামত খরচ হয়। আর বাজারজাত ও শ্রমিক খরচসহ আরো ৪ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে ১৫ হাজার টাকার মতো প্রতি বিঘায় খিরা চাষ করতে খরচ হয়। পরে প্রতি বিঘা খিরা বিক্রি করতে পারি ৮০  থেকে ৯০ হাজার টাকা। এতে আমাদের ৫০-৭০ হাজার টাকা মত লাভ থাকবে। 

 [৪] জমিতে খিরা তুলতে আসা মুক্তা বেগম জানান, খিরা চাষে খরচ কম অধিক লাভ । তাই আমার স্বামী এ বছর খিরা চাষ করে ভালো দাম পাওয়ায় আমরা লাভবান। আগামীতে আরো বেশি জমিতে চাষ করবো।

[৫] পাইকার এনামুল হক ও হৃদয় জানান, এ বছর ৭শ থেকে ১ হাজার টাকা মণ প্রতি খিরার দাম ধরা হয়েছে। যাতায়াত ভাড়া ও অন্যান্য খরচসহ প্রতি মণ ১১শ থেকে সাড়ে ১১শ টাকা খরচ পড়ে। খুচরা বাজারে প্রতি কেজি ৩৫ টাকা ধরে বিক্রি করছি। কেজি ৫টাকা ও মন প্রতি ১৮০ থেকে ২০০ টাকা লাভ হচ্ছে।

[৬] ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম সাংবাদিকদের জানান, পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে সরকারি একটি প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন জায়গায় কৃষকদের বিনামূল্যে বীজ-সার দেওয়া হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান